Video: ঈদের ৪টি ছবি নিয়েই শঙ্কিত শাকিব, জিৎ, অপু ও শ্রাবন্তীরা!

জাকির হোসেন সীমান্ত ও জয়দেবের ‘শিকারি’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, শামিম আহমেদ রনির ‘মেন্টাল’, এবং আবদুল আজিজ ও বাবা যাদবের ‘বাদশা’ এই চারটি ঈদের ছবি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

এর মাঝে তিনটি ছবিই নায়ক শাকিব খানের। তবে নায়ক শাকিব খান হলেও তিন ছবির নায়িকা ভিন্ন তিনজন। ‘শিকারি’ ছবিতে শ্রাবন্তী, ‘মেন্টাল’ ছবিতে তিশা, আঁচল, পড়শী এবং ‘সম্রাট’ ছবিতে অপু বিশ্বাস থাকছেন শাকিব খানের বিপরীতে।

ঈদের ৪ ছবির হালচাল দেখুন নিচের রিপোর্টেঃ

অপরদিকে ‘বাদশা’ ছবিতে কলকাতার জিৎ এর বিপরীতে থাকছেন নুসরাত ফারিয়া । হিসেব মতে প্রতিটি ছবিই ব্যবসাসফল হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ের গুলশানের ঘটনা বদলে দিতে পারে সব কিছু। দর্শক কতটা হলমুখি হবে তা সত্যিই ভাববার বিষয়। যদিও হল মালিকরা আশাবাদী। সেই সাথে পজিটিভ থাকছেন ছবি গুলির নায়ক নায়িকা এবং নির্মাতারাও। তবে ব্যবসা যে কিছুটা হলেও ফল করবে সেরকমটা ধরে নিয়েই চলছে শেষ সময়ের প্রস্তুতি।

ঈদের-ছবি-২০১৬

প্রিয় দর্শক ঈদের ছবি গুলোর ব্যবসা কতটা আশানুরুপ হবে বলে আপনি মনে করছেন তা শেয়ার করুন আমাদের সাথে।

SEE:  ভিডিওঃ মাহিয়া মাহির ২ বিয়ে নিয়ে ফেসবুক, টুইটারে ব্যাপক গালাগালি! Mahiya Mahi Scandal & People Reactions!

Leave a Reply