ছোট পর্দার জনপ্রিয় নাট্যকার ও পরিচালক মাবরুর রশিদ বান্নাহ আগামী ঈদে আসছেন নিজের জীবনের কাহিনী থেকে তৈরি নাটক নিয়ে। বরাবরের মতন বান্নাহ এই নাটকেও বেছে নিয়েছেন তাঁর পছন্দের জুটি গায়ক থেকে নায়ক হওয়া জন ও তাহসান পত্নী মিথিলাকে। নাটকের নাম দিয়েছেন আফটার ম্যারেজ। এর আগেও গত কয়েকটি ঈদে বান্নাহ জন ও মিথিলাকে নিয়ে ক্রাই বেবি ক্রাই, প্রমিস ও অ্যাংগার স্টোরি নামে ৩টি নাটক নির্মাণ করেন।
আফটার ম্যারেজ নাটকটির বিস্তারিত দেখুনঃ
নাট্যনির্মাতা মাবরুর রশিদ জানালেন বিবাহ-পরবর্তী জীবনের অভিজ্ঞতা নিয়েই তৈরি করেছেন আফটার ম্যারেজ, “গল্পটি আমার বাস্তব জীবনের হলেও এর সঙ্গে বেশ কিছু অংশ নতুন করে যোগ করা হয়েছে। গল্পটি যেন অনেককেই বিয়ের পরের জীবনের কথা মনে করিয়ে দেয়, সেভাবেই নির্মাণের চেষ্টা করেছি।”
জন কবির তাঁর অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘নতুন বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের গল্প নিয়ে এই নাটক। ফিকশন হলেও নাটকটি দেখে সবাই তাঁদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন।
গত ২৭ ও ২৯ মে নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ঈদে বেসরকারি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। দর্শক জন ও মিথিলা জুটির ৪ নম্বর নাটক এটি। এই জুটি আপনার কেমন তা জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে।