WARNING: নিজের চোখে দেখুন ধূমপানের বীভৎসতা!

ধূমপানের কারনে প্রতিদিন ঝরে যায় হাজারো প্রান। তারপরও ধূমপানের প্রতি আকর্ষণ কমে না ধূমপায়ীদের। কিন্তু এই ধূমপান আবার হতে পারে যন্ত্রণাদায়ক মুখের ক্যান্সারের কারন। চলুন নিচের কয়েকটি ছবিতে দেখি নেই ধূমপানের ফলে সৃষ্ট মুখের ক্যান্সার কিভাবে শেষ করে দিতে পারে ধূমপায়ীর জীবন, ক্যারিয়ার এবং পরিবার।

ধূমপানের ফলে মুখের ক্যান্সার

সম্প্রতি অতিরিক্ত ধূমপানের ফলে সৃষ্ট মুখের ক্যান্সারের সফল অপারেশন হয়ে গেল রংপুরের একটি ডেন্টাল হাসপাতালে। ডেন্টাল ম্যাক্সিলো ফেসিয়াল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার নামের এই হাসপাতাল সুত্রে জানা যায় সফল অপারেশন শেষে রোগী এখন সুস্থ আছেন এবং সকল ধূমপায়ীদেরকে এখনি ধূমপান ত্যাগ করার পরামর্শ দিয়েছেন।

রোগী জালাল হোসেন আমাদের প্রতিবেদকের সাথে কথা বলার সময় জানান মুখের ক্যান্সারের যন্ত্রণায় তিনি বেশিরভাগ সময়ই ঘুমাতে পারেননি। মাঝে মাঝে তীব্র যন্ত্রণায় তার মনে হয়েছে নিজের মুখ কেটে ফেলতে। কিন্তু অপারেশনের পর তার যন্ত্রণা অনেকটাই কমে গেছে বলে তিনি জানান।

SEE:  গরমে শিশুর যত্ন। Child Health Tips in Bangla

Leave a Reply