হ্যাপি তার ফেসবুকে ঘণ্টা খানেক আগে লিখেছেন “সব মেয়েরই ইচ্ছা থাকে বিয়ের পর সুন্দর একটি সংসারের। আমারও ছিল তবে স্বপ্নটার শুরু তখনই, যখন আমার জীবনে রুবেল আসে।এর আগে কখনও প্রেম-ভালবাসা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ হয়নি।ভালবাসার মানেই তো বুঝলাম রুবেলকে ভালবেসে।কত কত স্মৃতি যা চাইলেও কোনদিন ভূলতে পারব না। চেষ্টাও করতে চাই না।ভাবতেই অবাক লাগে যাকে এত ভালবাসি সেই আমার সাথে এত বড় প্রতারণা করল! রুবেলের বিয়ে ঠিক আংটি বদল সেটা তো অনেক আগেই হয়েছে। আমি এখনো কি করে বেঁচে আছি,জানিনা। রুবেল যেদিন শেরওয়ানী পরে বিয়ের আসরে বসবে সেদিন আমিও লাল বেনারশী পরে বউ সাজবো,অনেক সুন্দর করে সাজবো।আমি বেঁচে থেকে দেখতে পারবো না যে,ও অন্য একটি মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করবে,যে শুধু আমারই। তাই আমি লাল বেনারশী পরে,বউ সেজে ঐ দিনই আল্লাহর কাছে চলে যাব আর অনন্তকাল অপেক্ষা করব।এই দুনিয়ার এত কিছু দেখে আমার পক্ষে বেঁচে থাকা কোনভাবেই সম্ভব না।আমি এখন সেই বেনারশী গায়ে জড়ানোর অপেক্ষাতেই আছি।”