আউট হোক বা না হোক। ফিলডিং বা ব্যটিং সব খানেই নিজের রাগ দেখাতে সিদ্ধ হস্ত তিনি। চোখ রাঙ্গিয়ে, মুখ বাঁকিয়ে, মেজাজ দেখিয়ে বা ফাক করার চিনহ দেখিয়ে বহুবার আলোচনায় এসেছেন তিনি। আর এটাকে যেন তিনি এক প্রকার এনজয় ই করেন। নয়ত এত চোখ রাঙান কেন তিনি মাঠে। নিজের পারফর্মেন্স আর প্রেমিকার উপর বেশী অহংকার থাকায় তিনি এমনটা করেন বলে অনেকের অভিমত। তবে কারন যায় ই হোক এভাবে ক্রিকেটকে কলঙ্কিত করা হবু ভারতীয় ক্যপটেনের মানায় না বলে সবাই জানান।