সদা মিষ্টভাষী এবং সচ্চরিত্র মানুষ হিসেবে পরিচিত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের টুইটার আর ফেসবুকে পাওয়া গেল সানি লিওনি এবং অন্য বিখ্যাত পর্ণস্টারের লিঙ্ক! তবে অমিতাভের একাউন্ট থেকে পর্ণ ভিডিওর লিঙ্কগুলি মুছে দেয়া হয়েছে। এই বিষয়ে অমিতাভ বচ্চন জানান বহুদিন ধরেই কে বা কারা তাঁকে খুবই অশালীন ম্যাসেজ পাঠাচ্ছিল। তিনি সবগুলো ম্যাসেজ পুলিশের হাতে হস্তান্তর করেছেন। পুলিশ এখন এসব অনলাইন মাস্তানদেরকে ধরার চেষ্টা করছে।